ভিয়েতনামে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত

দক্ষিণ ভিয়েতনামে সামরিক অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ জন সেনা নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ পাঁচ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে, প্রচণ্ড ঝড়ের সময় বজ্রপাতের কারণে সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে (একটি বিস্ফোরক বা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করতে ব্যবহৃত একটি যন্ত্র) বিস্ফোরণ ঘটে। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের ৭ম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে।

 

৭ম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও নিহতদের বেশ কয়েকজনের লাশের সন্ধান করছে। সামরিক প্রশিক্ষণের সময় মারাত্মক দুর্ঘটনা কমিউনিস্ট দেশে বিরল।

রাষ্ট্রীয় সংবাদপত্র নান ড্যানের মতে, যুদ্ধ মহড়া শুরু উপলক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন