নিউ ইয়র্কে শীর্ষস্থানীয় মার্কিন নির্বাহী গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বীমা সংস্থা ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির হিলটন হোটেলের বাইরে বুধবার এ ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ৫০ বছর বয়সী ব্রায়ান থম্পসন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ম্যানহাটানের মিডটাউন এলাকায় ওই হোটেলে গুলিবিদ্ধ হন।

এ হামলায় একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল বলে সম্প্রচারমাধ্যম সিএনবিসির সংবাদে উল্লেখ করা হয়েছে।

 

গুলিবর্ষণের পর কালো মুখোশ পরিহিত হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় একটি বৃহৎ অভিযানের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর হোটেলের আশপাশে পুলিশ সদস্যরা দ্রুত উপস্থিত হন।

তারা ওই স্থানে গুলির ঘটনা নিশ্চিত করেছেন। হামলাস্থলটি ম্যানহাটানের একটি সাধারণ ব্যস্ত এলাকা। যে সময় এ ঘটনা ঘটে, সে সময় সাধারণত জায়গাটিতে গণপরিবহন ব্যবহারকারীদের ভিড় থাকে।

 

ইউনাইটেড হেলথ কেয়ারের মূল কম্পানি ইউনাইটেড হেলথ গ্রুপ চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ১০০.৮ বিলিয়ন ডলারের রাজস্ব অর্জন করেছে।

বিনিয়োগকারীদের একটি উপস্থাপনা থেকে জানা যায়, ইউনাইটেড হেলথ কেয়ারের নিয়োগকর্তা ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় ৩০ মিলিয়ন গ্রাহক রয়েছে।

 

সংস্থাটি বুধবার নিউ ইয়র্কে বিনিয়োগকারীদের জন্য একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল, যেখানে থম্পসন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। পরবর্তীতে ওই ইভেন্টটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সিএনবিসি।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন