হাকিকুল ইসলাম খোকন,,
জেএসএফ বাংলাদেশ : জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে জানিয়েছেন,এ ধরনের হামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনীতিকদের উপর আক্রমনের ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও উস্কানী আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্র মৌলবাদী কর্মীরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের ওপর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে টেনে হিঁচড়ে ছিড়ে ফেলা হয়েছে।
জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে বলেছে , বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা চালানো হয়েছে কোনো সভ্য জাতি তা করতে পারে না।
জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে আরো বলেছে , আন্তর্জাতিক রুল অনুযায়ী দূতাবাস আমাদের রাষ্ট্রের স্বীকৃত অংশ। সেখানে হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের ওপর আঘাত। এ জন্য আমরা প্রতিবেশী দেশ, সেখানকার উগ্রবাদী হিন্দু এবং রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আপনারা অনাধিকার চর্চা করবেন না। এটা করলে হয়তোবা দক্ষিণ এশিয়ায় যে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে সেটি ভেঙে পড়তে পারে। ১৯৪৭ সালে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে সে রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা অনুরোধ করবো শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন