মানববন্ধনে নেতৃবৃন্দ : মাসুম হত্যার বিচার চাই

মাসুম হত্যার বিচার বিগত সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এখন সময় এসেছে খুনি শামিম আহমদ ফয়েজকে বিচারের মুখোমুখি করার। এ জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে উপস্থিত নেতৃবৃন্দ।

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে বক্তরা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে শক্তিশালী ভূমিকা রাখবেন বলে মাসুমের পরিবার ও এলাকাবাসী আশা করে।

বক্তারা মাসুম হত্যার মামলটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়ে বলেন, মাসুম  হত্যাকাণ্ডে যেই দোষী হোক না কেন আমরা তার দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি চাই। হত্যা মামলার আসামি খুনি পলাতক শামিম আহমদ ফয়েজকে আজও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন গ্রেফতার করতে পারেনি ? তাই আমরা এখন প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চাই, খুনিদের বিচার নিশ্চিত করার জন্য।’

জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোঃ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন রাজুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাসুমের মৃত্যুর পরপরই স্থানীয় বিশ্বনাথ উপজেলা সহ সর্বস্তরের মানুষের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় এলাকা ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মানুষ মাসুম হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামে।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন