সৈয়দ নাজমুল হাসান, ঢাকা
পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাজে দেওয়ান এলাকার স্থানিয় যুবকদের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন "খাজেদেওয়ান যুব ঐক্য পরিষদ" এর আয়োজনে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ এশা খাজে দেওয়ান ১ম লেন বাইতুন নুর জামে মসজিদে জনপ্রিয় "খাজেদেওয়ান যুব ঐক্য পরিষদ" এর আয়োজনে স্থানিয় মরহুম ও মরহুমাদের মাগফেরাত ও দোয়া কামনা করে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা ই্মরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বাইতুন নুর জামে মসজিদ এর উপদেষ্টা হাজী মোহাম্মাদ কামাল। মাহফিলে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও নবাবগঞ্জ বড় মসজিদের খতিব, প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, হযরতুল আল্লামা মুফতী জুনাইদ কাসেমী।
বিশেষ বক্তা বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন লালবাগ শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খাজাদেওয়ান বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন নুরী এবং প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন লালবাগ বড়বাট মসজিদ এর খতিব মুফতি মাওলানা তানভীর আহমাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাদেওয়ান যুব ঐক্য পরিষদ এর সম্মানিত উপদেষ্টাবৃন্দ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুরাতন ঢাকার স্বনামধন্য সংগঠন খাজাদেওয়ান যুব ঐক্য পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ বশির মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মেরাজ, ১ নং কার্যনির্বাহী সদস্য মোঃ লিটনসহ সগঠনের সকল নেতৃবৃন্দ এবং স্থানিয় মুরুব্বী ও মুসল্লিগণ।
মাহফিলে বক্তাগণ কুরআন ও হাদিসের আলোকে মহান আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহে অয়াসাল্লামের দেখানো পথ ও আদেশ-নিষেধের উপর অসাধারন আলোচনা করেন।
মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মাদ কামাল বলেন,"এই মহতি উদ্যোগের জন্য খাজেদেওয়ান যুব ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই। আগামীতে এই সংগঠন আরো বেশি বেশি কাজ করে যাবে ইন শা আল্লাহ। খাজাদেওয়ান যুব ঐক্য পরিষদ নিজস্ব অর্থায়নের কাজ করে যাচ্ছে। কোন চাঁদা নাই, এমন কাজকে আল্লাহ পাক আরো বরকত দান করবেন এবং নেক হায়াত দান করবেন। আপনাদের দোয়া করবেন।"
সমাপণী বক্তব্যে মোঃ পারভেজ হোসেন বলেন, "খাজেদেওয়ান যুব ঐক্য পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। ২০১৯ সালের মার্চে এলাকার স্থানিয় যুবকদের নিয়ে হাটি হাটি পা পা করে সংগঠনটির যাত্রা শুরু হয়। এই সংগঠনের পক্ষ থেকে আমরা বছরে তিনটি কাজ করে থাকি। এর মধ্যে এলাকার মরহুম ও মরহুমাদের মাগফেরাত ও দোয়া কামনা করে য়াজ মাহফিল, রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল এবং অসহায়-গরিবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। আপনাদের কাছে দোয়া কামনা করছি।''
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন