দেশে ফিরে বাংলাদেশের কনসার্ট নিয়ে যা বললেন আতিফ আসলাম

গত মাসের শেষ দিকে বাংলাদেশে হাজির হয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। অংশ নিয়েছিলেন ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে। তাকে ঘিরে বাংলাদেশি ভক্তদের উম্মাদনা ছিল দেখার মতো। ওই দিন রাত ৯টায় মঞ্চে উঠে তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক।

যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফরম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।

 

সেদিনের কনসার্ট শেষ হয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিফকে নিয়ে চর্চা চলছেই। জনপ্রিয় গায়কের গান আর অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের শ্রোতাদের।

এবার আতিফও এক পোস্টে বাংলাদেশের কথা জানালেন।

 

আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে উঠে এসেছে কনসার্টের এক টুকরা বাংলাদেশ। এক মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক।

গান, ভক্তদের সঙ্গে সময় কাটানো, গানের তালে শ্রোতাদের উন্মাদনা, মঞ্চের লাল-নীল আলো এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফি কিছুই বাদ গেল না ভিডিওটিতে। ক্যাপশনে আতিফ লিখেছেন ‘গ্যাটিটিউড বাংলাদেশ’, যার অর্থ কৃতজ্ঞতা বাংলাদেশ।

 

নিজের দেশে ফিরে বাংলাদেশের প্রতি আতিফের এই ভালোবাসার প্রশংসা পাচ্ছে দর্শকের কাছে। সেই পোস্টের কমেন্ট বক্সে বাংলাদেশের অনেক ভক্ত এই গায়ককে ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। কেউবা তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ভালোবাসার কথা জানিয়েছেন।

অনেকে সেই কনসার্টের কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন। সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে কয়েক হাজার।

 

আতিফ ‘তেরা হুনে লাগা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘ও রে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘর আয়া’সহ তার প্রায় সব জনপ্রিয় গান দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছিলেন। এমনকি কনসার্টের ফাঁকে এই গায়ক বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম, এখানকার দর্শকের ভালোবাসা নেয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। সবার প্রতি কৃতজ্ঞতা।’

শুধু গান নয়, কনসার্টের দিন ঢাকার রাস্তায় নামাজ পড়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। একটি ভিডিও ভাইরাল হয় আতিফের সেখানে দেখা যায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন এই জনপ্রিয় গায়ক। এ ব্যাপারে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। খিলক্ষেতের আশপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ আদায় করেছেন তিনি। আর সেখান থেকেই কেউ হয়তো ভিডিওটি ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন