শেষ ওভারের রোমাঞ্চে জিতল জিম্বাবুয়ে। বুলাওয়েতে জয়ের জন্য ৬ বলে ১২ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। হাতে ছিল ৩ উইকেট। পাকিস্তানের বাঁহাতি পেসার জাহানদাদ খানের প্রথম বলে ৪ মেরে চাপ কমান টিনোটেন্ডা মাপোসা।
ফিরতি বলে ছক্কা মেরে জয়ের কাজটা প্রায় সারেন এই পেসার।
ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে ম্যাচ টাই করেন মাপোসা। তবে ৩ বলে ১ রানের সমীকরণের সময় বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করতে চাইলে আউট হন তাশিঙ্গা মুশেকিউয়া। এতে ম্যাচে নাটকীয় মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তবে নতুন ব্যাটার রিচার্ড এনগারাভা ব্যাটিংয়ে নেমে সব রোমাঞ্চের ইতি টানেন। সিঙ্গেল নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় জয় এনে দেন এই পেসার।
তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ের জয়টা অবশ্য সান্ত্বনার। কারণ প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
আজ তাদের হারিয়ে শুধু ২-১ ব্যবধান করেছে স্বাগতিকেরা। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতেই ৩.২ ওভারে ৪০ রান তোলেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তবে মাঝে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে। সেই চাপ কাটিয়ে পড়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে তারা।
এর আগে জিম্বাবুয়ের জয়ের কাজটা সহজ করে দেন বোলাররা। পাকিস্তানকে নির্ধারিত ওভারে ১৩৩ রানের বেশি করতে না দিয়ে। শুরুতেই ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে ধাক্কা খায় সফরকারীরা। দলের খাতায় ১৯ রান যোগ হতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান এই রান করতে পারে অধিনায়ক সালমান আগার ৩২ রানের সৌজন্যে। অবশ্য তায়েব তাহির (২১), কাসিম আকরাম (২০) ও আরাফাত মিনহাসের (২২*) অবদান কম নয়। তবে দল হেরে যাওয়ায় তাদের সেই অবদান কোনো কাজে আসেনি পাকিস্তানের।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন