সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
গতকাল ৪ঠা ডিসেম্বর বুধবার মৌলভীবাজার এর অতি পরিচিত বিদ্যাপিঠ কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ মৌলভীবাজার এর আয়োজনে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতে তরুণদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মৌলভীবাজার পিএফজি এর কো- অর্ডিনেটর ও চ্যানেল এস এর হেড অব নিউজ জনাব খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও পিএফজি এর সদস্য তাপস কুমার ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি এর সিলেট এরিয়া কো- অর্ডিনেটর নাজমুল হুদা, ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তারা তরুণদের অবদানের কথা স্বীকার করে বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাছাড়া ২০২৪ সালের গণ আন্দোলনেও তরুণ ছাত্রসমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন