ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর নিষিদ্ধও হলেন নয়্যার

জার্মান কাপে গত মঙ্গলবার‘অখেলোয়াড়সুলভ আচরণ’ করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

জার্মান ফুটবল অ‍্যাসোসিয়েশন (ডিএফবি) গতকাল তাঁকে এ নিষেধাজ্ঞা দেয়। 

জার্মান কাপে শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বায়ার্নের বাদ পড়ার সেই ম্যাচে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন নয়্যার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে সেটাই প্রথম লাল কার্ড দেখা জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তির।

এই ফাউলের শাস্তি হিসেবেই এবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো।

 

নয়্যারের এ শাস্তি শুধু জার্মানির ঘরোয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় কার্যকর হবে। বায়ার্ন জার্মান কাপ থেকে বিদায় নেওয়ায় শাস্তিটি আগামী মৌসুমে জার্মান কাপ কিংবা সুপার কাপে কার্যকর হবে। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন