চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে নিয়োগ দিলেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আজ রাতে, আমি ঘোষণা করছি, সাবেক মার্কিন সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলাম। একমাত্র রিপাবলিকান হিসেবে পার্ডিউ বৈদেশিক সম্পর্ক কমিটিতেও কাজ করেছেন।
’
তিনি বলেন, ‘পার্ডিউ এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল কাজের সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন।’
রিপাবলিকান পার্ডিউ ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে, একজন ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবনে হংকংয়ে ছিলেন।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিবেন।
ইতিমধ্যেই তিনি হুমকি দিয়েছেন, মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং যদি কিছু না করে, তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। মার্কিন নির্বাচনী প্রচারণার সময়ই চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন