সিলেট বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

 

 

 

আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) এ তথ্য জনান কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ।

 

তিনি বলেন, ‘আজ সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন। জব্দকৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে। তবে ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।’

 

 

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম। বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর দুই দিনের ব্যবধানে আবারও ওসমানী বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের চালান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন