সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি বল নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে সিরাজের একটি ডেলিভারি ১৮১.৬ কিলোমিটার গতি দেখায় স্পিডমিটার। সেটি ছিল প্রযুক্তিগত ভুল, সম্প্রচারকরা এই ভুল দ্রুত সংশোধনও করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি।
এর পর থেকে শুরু হয় আলোচনা।
ঘটনাটি গতকালের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সিরাজের করা ২৫তম ওভারের পঞ্চম বলে কাট করে চার মারেন মারনাস লাবুশেন। এই বলটির গতি স্পিডমিটারে দেখা যায় ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার! সিরাজ বেশ জোরেই বোলিং করেন।
সেটি ১৪০-এর আশপাশেই। আর কোথায় ১৮১!
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজা করে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’ সিরাজের পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করে আরেকজন লিখেছেন, ‘একমাত্র ডিএসপি সিরাজই এত জোরে বোলিং করতে পারেন।’
গত অক্টোবরে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপির দায়িত্ব নিয়েছেন।
তাই তার পরিচয় নিয়ে এসব কথা।
কেউ কেউ আবার পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের কথাও মনে করেছেন। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতিতে বোলিংয়ের রেকর্ড সাবেক এই পাকিস্তানি পেসারের। শোয়েবের পরে আছেন চারজন অস্ট্রেলিয়ান।
ব্রেট লি ও শন টেইট দুজনেই বোলিং করেছেন ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার গতিতে। এরপর এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার আরো দুজন কিংবদন্তি জেফ থমসন ও মিচেল স্টার্ক।
স্পিডমিটারের ভুল নতুন কিছু নয়। এর আগে স্পিডমিটারের ভুলে ২০২১ সালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হাসান আলীর গতি দেখিয়েছিল ঘণ্টায় ২১৯ কিলোমিটার!
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন