নিউইয়র্কে ‘অবিনশ্বর একাত্তর’অনুষ্ঠিত

gbn

হাকিকুল ইসলাম খোকন,,

নিউইয়র্কে্ অভিনশ্বর একাত্তর’-সমবেত সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে ।খবর বাপসনিউজঃনিউইয়র্কে ‘অবিনশ্বর একাত্তর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসীদের সংগঠন ‘একাত্তরের প্রহরী’। ২৩ নভেম্বর ২০২৪,শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ আয়োজনে ছিল দেশাত্মবোধক নৃত্য-গীত, কবিতা আবৃত্তি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী।  
সাংস্কৃতিক সংগঠক নিহার নিলিমা, মিনহাজ আহমেদ সাম্মু ও রওশনআরা নিপার উপস্থাপনায় এতে প্রবাসীরা মাতৃভূমির প্রয়োজনে কাজ করার শপথ নেন। শপথবাক্য পাঠ করান সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র কর্মকর্তা এ্যানী ফেরদৌস।
প্রদর্শিত হয় নুরুন নবীর পরিকল্পনা ও রওশন আরা নিপার পরিচালনায় নির্মিত ‘তথ্যচিত্রে সমসাময়িক বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন