জিবিনিউজ 24 ডেস্ক //
মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ২৬ ঘণ্টা পর এবার রাজধানীর মিরপুরের কালশীতে একটি বস্তিতে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কালশী এলাকার বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন