এই তো অল্প কিছুদিন আগের কথা। হুট করেই কলকাতায় সিনেমায় অভিনয়ের খবর জানান আলোচিত অভিনেত্রী পরীমনি। এর মধ্যে দেশে নানা ঘটনা ঘটে গেছে। যদিও পরী-ভক্তদের আগ্রহের তালিকায় আছে কলকাতার ছবিটি।
একই সঙ্গে পরীমনি নিজেও অনেকবার বলেছেন কলকাতায় প্রথম ছবিটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। শেষমেশ জানা গেছে নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার ছবি ‘ফেলুবক্সী’। আগামী বছরের ১৭ জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে ছবিটি। ছবিতে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতেই খবরটি জানিয়েছেন এই তারকা। গত শুক্রবার রাতে পরীমনি-সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫-এর শুরুতেই, অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি।
তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।
কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে পরীমনি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এই তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
জানা গেছে, নতুন প্রজন্মের চরিত্র এই ‘ফেলুবক্সী’।
যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।
পরীমনির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী এবং আকর্ষণীয় চরিত্র। এই ছবিতে মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন