সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ।।
গতকাল ৭ই ডিসেম্বর শনিবার দিবাগত রাত তিনটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নাম্বার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা সাবেক চেয়ারম্যান এর মা মেহেরুন্নেসা (৬৫) এবং চাচি ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার যীশু তালুকদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন