যুক্তরাষ্ট্রে বন্ধ হবে জন্মসূত্রে নাগরিকত্ব, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড এ-ও জানিয়েছেন, ২০২১ সালের ইউএস ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের জন্য ক্ষমার দিকটিও নজর দেবেন।

গত নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর এনবিসির মিট দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে  বলেন, ‘এই লোকগুলো (দাঙ্গায় জড়িতরা) নরকে বাস করছে।’ শুক্রবার নেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতি নিয়ে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন।

 

 

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালান। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাদের তিনি ক্ষমা করবেন কি না।

জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আগামী মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার বিষয়টি দেখব। প্রতিটি মামলা আমরা স্বতন্ত্রভাবে দেখব।

আমি খুব দ্রুত পদক্ষেপ নেব।’

 

এদিকে ট্রাম্প এনবিসিকে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন তিনি। বর্তমান আইন অনুয়াযী, বাবা-মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশু মার্কিন পাসপোর্ট পেয়ে থাকে।

জন্মগত নাগরিকত্বের বিধানটির জন্ম মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী থেকে।

এ সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ‘জন্মগ্রহণকারী সব ব্যক্তিই যুক্তরাষ্ট্রের নাগরিক।’ ট্রাম্প এই নিয়ম বদলাতে চান বলে জানান। 

 

নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী, নথিবিহীন অভিবাসীদের পরিবারের সদস্যরা মার্কিন নাগরিক হলেও তাদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না। কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো।

’ সাক্ষাৎকারে ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ফেরার পর ইউক্রেনকে সহায়তা প্রদান সম্ভবত কমানো হবে।

 

এ ছাড়া ট্রাম্প জানান, তিনি গর্ভপাতের পিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন না। যদিও পরে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে বলে তিনি জানান।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন