অস্ত্র, গুলি ও মাদকসহ সিলেট র‍্যাব-৯ এর অভিযানে শাকিল গ্রেফতার

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত (৭ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে  চাঞ্চল্যকর অপরাধী ও একাধিক মামলার ১জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কান্দিপাড়া মাদ্রাসা রোডস্থ গ্রামের দুলাল মিয়ার পুত্র শাকিল ওরপে লায়ন শাকিল (৩৪)।

উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় বিভিন্ন অপরাধের দায়ে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 Gi 19-F ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন