মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের অভিনন্দন জানিয়ে অন্যান্য নারীদের তাদেরকে অনুসরণ করে নিজেদের উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করার আহবান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদানেরও তিনি আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসফিয়া রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক ময়নুল হক পবন, শ্রেষ্ঠ জয়িতা রোমেনা আক্তার, স্বর্ণালী বিশ্বাস ও অনিতা রানী মালাকার।
সভাশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ ৩ জয়িতা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কুলাউড়া পৌর এলাকার রোমেনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে জয়চণ্ডীর স্বর্ণালী বিশ্বাস এবং সফল জননী কর্মধার অনিতা রানী মালাকারের হাতে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন