ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে রিয়ালের আধিপত্য, জায়গা হয়নি মেসি-রোনালদোর

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশ প্রকাশিত হয়েছে গতকাল। ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নিরঙ্কুশ আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে জায়গা মেসি-রোনালদোর। 

চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন আছেন একাদশে।

এ ছাড়া ৪ জন জায়গা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

 

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন গেল মৌসুম শেষে অবসর নেওয়া টনি ক্রুস। অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।

সিটির চারজন এডারসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। 

 

তবে এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে নেই মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর এই একাদশে ছিলেন তিনি। সেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদোও।

অবশ্য সপ্তাহখানেক আগে প্রকাশিত ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন দুই জন। 

 

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন