বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮২তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আর এ বছর মনোনয়নে চালকের আসনে সংগীতনির্ভর থ্রিলার ‘এমিলিয়া পেরেস’। সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সিনেমাটি। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে রৌপ্য সিংহ পুরস্কার জয়ী যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’।
ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোল্ডেন গ্লোবসের ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। একনজরে দেখে নিন ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সম্পূর্ন মনোনয়ন তালিকা।
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স)
কনক্লেভ (ফোকাস ফিচার্স)
ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স)।
দ্য ব্রুটালিস্ট
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোটি শালামে (অ্যা কমপ্লিট আননোন)
ড্যানিয়েল ক্রেগ (কুইয়ার)
কোলম্যান ডমিঙ্গো (সিং সিং)
র্যালফ ফাইনস (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)।
সেরা অভিনেত্রী (ড্রামা)
প্যামেলা অ্যান্ডারসন (দ্য লাস্ট শোগার্ল)
অ্যাঞ্জেলিনা জোলি (মারিয়া)
নিকোল কিডম্যান (বেবিগার্ল)
টিল্ডা সুইনটন (দ্য রুম নেক্সট ডোর)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
কেট উইন্সলেট (লি)।
এমিলিয়া পেরেস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
আনোরা (নিয়ন)
চ্যালেঞ্জার্স (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
এমিলিয়া পেরেস (নেটফ্লিক্স)
অ্যা রিয়েল পেইন (সার্চলাইট পিকচার্স)
দি সাবস্ট্যান্স (মুবি)
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেসি আইজেনবার্গ (অ্যা রিয়েল পেইন)
হিউ গ্র্যান্ট (হেরেটিক)
গ্যাব্রিয়েল লাবেল (স্যাটারডে নাইট)
জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস)
গ্লেন পাওয়েল (হিট ম্যান)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যামি অ্যাডামস (নাইটবিচ)
সিনথিয়া এরিভো (উইকেড)
কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেস)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দি সাবস্ট্যান্স)
জেন্ডেয়া (চ্যালেঞ্জার্স)।
সেরা পার্শ্ব-অভিনেতা
ইউরা বোরিসভ (আনোরা)
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন)
গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট)
জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস)
ডেনজেল ওয়াশিংটন (গ্ল্যাডিয়েটর টু)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী
সেলিনা গোমেজ (এমিলিয়া পেরেস)
আরিয়ানা গ্রান্ডে (উইকেড)
ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট)
মার্গারেট কোয়ালি (দি সাবস্ট্যান্স)
ইজাবেলা রসেল্লিনি (কনক্লেভ)
জোয়ি সালদানা (এমিলিয়া পেরেস)।
সেরা পরিচালক
জ্যাক অডিয়ার (এমিলিয়া পেরেস)
শন বেকার (আনোরা)
এডওয়ার্ড বার্গার (কনক্লেভ)
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
কোরালি ফারজাঁ (দি সাবস্ট্যান্স)
পায়েল কাপাডিয়া (অল উই ইমাজিন অ্যাজ লাইট)।
সেরা চিত্রনাট্য
এমিলিয়া পেরেস (জ্যাক অডিয়ার)
আনোরা (শন বেকার)
দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কর্বেট, মোনা ফাস্টফল্ড)
অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
দি সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)
কনক্লেভ (পিটার স্ট্রান)।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো (সাইডশো, জেনাস ফিল্মস)
ইনসাইড আউট টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
মেমোয়ার অব অ্যা স্নেইল (আইএফসি ফিল্মস)
মোয়ানা টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সেল পিকচার্স)।
অল উই ইমাজিন অ্যাজ লাইট
সেরা নন-ইংরেজি ভাষার চলচ্চিত্র
অল উই ইমাজিন অ্যাজ লাইট (ভারত)
এমিলিয়া পেরেস (ফ্রান্স)
দ্য গার্ল উইথ দ্য নিডেল (ডেনমার্ক)
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
দি সিড অব স্যাক্রেড ফিগ (ইরান)
ভেরমিলিও (ইতালি)।
সেরা মৌলিক আবহ সংগীত
কনক্লেভ (ফলকার বারটেলম্যান)
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)
দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)
এমিলিয়া পেরেস (ক্লেমোঁ দুকল, কামিল)
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
ডুন: পার্ট টু (হান্স জিমার)।
সেরা মৌলিক গান
বিউটিফুল দ্যাট ওয়ে (দ্য লাস্ট শোগার্ল; মাইলি সাইরাস, অ্যান্ড্রু ওয়ায়েট, লিকা জাকরিসন)
কমপ্রেস রিপ্রেস (চ্যালেঞ্জার্স; ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস, লুকা গুয়াদানিনো)
এল মাল (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অডিয়ার)
ফরবিডেন রোড (বেটার ম্যান; রবি উইলিয়ামস, ফ্রেডি ওয়েক্সলার, সাশা স্কারবেক)
কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট; ডিলেসি, জর্ডান কে. জনসন, স্টেফান জনসন, ম্যারেন মরিস, মাইকেল পোলেক, আলি ট্যাম্পোজি)
মি কামিনো (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল)।
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
অ্যালিয়েন: রোমিউলাস (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
বিটলজুস বিটলজুস (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
ডেডপুল অ্যান্ড উলভারিন (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
গ্ল্যাডিয়েটর টু (প্যারামাউন্ট পিকচার্স)
ইনসাইড আউট টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
টুইস্টার্স (ইউনিভার্সাল পিকচার্স)
উইকেড (ইউনিভার্সাল পিকচার্স)
দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সাল পিকচার্স)।
টেলিভিশন :
সেরা টিভি সিরিজ (ড্রামা)
দ্য ডে অব দ্য জ্যাকাল (পিকক)
দ্য ডিপ্লোম্যাট (নেটফ্লিক্স)
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (প্রাইম ভিডিও)
শোগুন (এফএক্স/হুলু)
স্লো হর্সেস (অ্যাপল টিভি প্লাস)
স্কুইড গেম টু (নেটফ্লিক্স)।
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
ডোনাল্ড গ্লোভার (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ)
জেক জিলেনহাল (প্রিজিউমড ইনোসেন্ট)
গ্যারি ওল্ডম্যান (স্লো হর্সেস)
এডি রেডমেইন (দ্য ডে অব দ্য জ্যাকাল)
হিরোয়ুকি সানাদা (শোগুন)
বিলি বব থর্নটন (ল্যান্ডম্যান)।
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
ক্যাথি বেটস (ম্যাটলক)
এমা ডা’র্চি (হাউস অব দ্য ড্রাগন)
মায়া আর্সকিন (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ)
কিরা নাইটলি (ব্ল্যাক ডাভস)
কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট)
অ্যানা সোয়াই (শোগুন)।
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যাবট এলেমেন্টারি (এবিসি)
দ্য বেয়ার (এফএক্স/হুলু)
দ্য জেন্টেলম্যান (নেটফ্লিক্স)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
নোবডি ওয়ান্টস দিস (নেটফ্লিক্স)
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (হুলু)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
অ্যাডাম ব্রডি (নোবডি ওয়ান্টস দিস)
টেড ড্যানসন (অ্যা ম্যান অন দি ইনসাইড)
স্টিভ মার্টিন (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
জেসন সিগেল (শ্রিঙ্কিং)
মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
ক্রিস্টেন বেল (নোবডি ওয়ান্টস দিস)
কিন্টা ব্রানসন (অ্যাবট এলেমেন্টারি)
আয়ো এডেবিরি (দ্য বেয়ার)
সেলিনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
ক্যাথরিন হান (অ্যাগাটা অল অ্যালং)
জিন স্মার্ট (হ্যাকস)।
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেন্ডিয়ার (নেটফ্লিক্স)
ডিসক্লেইমার (অ্যাপল টিভি প্লাস)
মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি (নেটফ্লিক্স)
দ্য পেঙ্গুইন (এইচবিও/ম্যাক্স)
রিপ্লি (নেটফ্লিক্স)
ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি (এইচবিও/ম্যাক্স)।
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
রিচার্ড গাড (বেবি রেন্ডিয়ার)
কেভিন ক্লাইন (ডিসক্লেইমার)
কুপার কোচ (মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি)
ইওয়ান ম্যাকগ্রেগর (অ্যা জেন্টেলম্যান ইন মস্কো) এবং অ্যান্ড্রু স্কট (রিপ্লি)।
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কেট ব্ল্যানচেট (ডিসক্লেইমার)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)
ক্রিস্টিন মিলিয়োটি (দ্য পেঙ্গুইন)
সোফিয়া ভারগারা (গ্রিসেলডা)
নাওমি ওয়াটস (ফিউড: ক্যাপোটি ভার্সাস দ্য সোয়ান্স)
কেট উইন্সলেট (দ্য রেজিম)।
সেরা পার্শ্ব-অভিনেতা
তাদানোবু আসানো (শোগুন)
হাভিয়ার বারডেম (মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি)
হ্যারিসন ফোর্ড (শ্রিঙ্কিং)
জ্যাক লোডেন (স্লো হর্সেস)
ডিয়েগো লুনা (লা মাকিনা)
এবন মস-বাকরাক (দ্য বেয়ার)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী
লাইজা কোলন-চায়াস (দ্য বেয়ার)
হ্যানা আইনবাইন্ডার (হ্যাকস)
ড্যাকোটা ফ্যানিং (রিপ্লি)
জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)
অ্যালিসন জ্যানি (দ্য ডিপ্লোম্যাট)
ক্যলি রিস (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)।
সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
জেমি ফক্স: হোয়াট হ্যাড হ্যাপেন্ড ওয়াজ (জেমি ফক্স, নেটফ্লিক্স )
নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই (নিকি গ্লেজার, এইচবিও)
সেথ মায়ার্স: ড্যাড ম্যান ওয়াকিং (সেথ মায়ার্স, এইচবিও)
অ্যাডাম স্যান্ডলার: লাভ ইউ (অ্যাডাম স্যান্ডলার, নেটফ্লিক্স)
অ্যালি ওয়াং: সিঙ্গেল লেডি (অ্যালি ওয়াং, নেটফ্লিক্স)
রামি ইউসেফ: মোর ফিলিংস (রামি ইউসেফ, এইচবিও)।
২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন