সিঙ্গাপুরে ফ্রান্সবিরোধী পোস্ট ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে

gbn

 বিশেষ প্রতিনিধি: ফ্রান্সবিরোধী মনোভাব প্রকাশ ও সহিংসতা উস্কে দিতে উগ্র মন্তব্য করাসহ বিভিন্ন ইস্যুতে তদন্ত শেষে মোট ১৬ জন বিদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। তাদের মধ্যে ১৫ জনই বাংলাদেশি। বাকি ১ জন মালয়েশিয়ান।    ডয়চে ভেলের খবরে বলা হয়, গত সেপ্টেম্বর থেকেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নজর রাখছিল। তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে।    সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।    সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে- সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।    চলতি মাসের শুরুতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) তাকে গ্রেফতার করা হয়। তিনি ইসলাম নিয়ে বিভিন্ন ভিডিও অনলাইনে প্রকাশ করেছিলেন বলে অভিযোগে বলা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন