জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। হঠাৎ করেই তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কাল থেকে। ছবিতে দেখা যাচ্ছে তিনি বিয়ের সাজের কন্যা। ছবি ঘিরে নানা রকম কথা শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছেন বুবলী। অনেকে বিয়ে করে ফেলেছেন বলেও জানাচ্ছেন। অনেকে জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নামও।
নেটদুনিয়ার এই শোরগোল ঘিরে নায়িকা চুপ থাকলেও কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা।
বুবুলীকে বউ সাজিয়েছেন তিনি। গৌতম সাহা বলেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদি। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছে।
সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’
তিনি বলেন, ‘কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়াদাওয়া।
সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’
গৌতম জানান, ‘ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে যে মডেলকে দেখা যাচ্ছে, তার নাম ওয়াসিফ খান।’
বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। তার হাতে রয়েছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামের বেশ কয়েকটি সিনেমা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন