রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র চোট কাটিয়ে ফিরে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের আতালান্তার বিপক্ষে ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে তিনি দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ম্যাচ শেষে তার গোল উদযাপনের ধরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
চার ম্যাচ পর মাঠে ফেরা ভিনিসিয়ুস ৫৬ মিনিটে আতালান্তার ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে বাম পায়ের নিখুঁত শটে গোল করেন।
তবে গোলের পর তার চোখ ঢেকে শুটিং ভঙ্গিতে উদযাপন দ্রুতই সবার নজর কাড়ে। সাধারণ স্যাম্বা উদযাপনের পরিবর্তে এই নতুন স্টাইল নিয়ে অনলাইনে নানা মতামত দেখা যায়। কেউ এটি বিনয়ের প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কোনো বিশেষ বার্তা বা চ্যালেঞ্জ।
এদিকে ভিনিসিয়ুসের এই উদযাপন ২০২৪ ব্যালন ডি’অর নিয়ে চলমান বিতর্ককে আরো উসকে দিয়েছে।
যেখানে রদ্রির জয়ে বিতর্ক চলছিল, সেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মন্তব্য করেছেন যে, ব্যালন ডি’অরের প্রকৃত দাবিদার ছিলেন ভিনিসিয়ুস।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন