বিশেষ প্রতিনিধি :সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করেছে সরকার। ওয়াকার-উজ-জামান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৯ নভেম্বর মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। সেই দিন থেকেই নতুন পিএসওর নিয়োগ কার্যকর হবে।
১৯৮৫ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। এর আগে তিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন