ফের বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আমরা চাই তারা সংখ্যালঘুদের রক্ষা করুক। সব জায়গায় সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বুধবার (১১ ডিসেম্বর) দিঘার নতুন জগন্নাথ মন্দিরের কাজ দেখতে এসে এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশে ভারত সরকার তাদের প্রতিনিধি পাঠিয়েছে, এটা ভারত সরকারের দেখার কথা আমার দেখার কথা নয়। আমি শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে আরও বেশি লোক আসতে পারে। আমি এরই মধ্যে বলেছি আমাদের লোকেদের ওখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যারা আসতে চায়।

তিনি আরও বলেন, কেউ কেউ ভুল তথ্য দিয়ে এটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বড় বড় ইমামরা একসঙ্গে বলেছেন, ওখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা করছি, নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরাও নিন্দা করছি, নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরা চাই ভারত সরকার এই বিষয়ের ওপর হস্তক্ষেপ করুক। তার মানে মানুষের নিরাপত্তা দেওয়া হোক, যারা ফিরতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

 

মুখ্যমন্ত্রী এও বলেন, বর্ডার থেকে অনেকেই চলে আসছে। কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে আবার কোথাও আটকাচ্ছে না। অনেকেই আবার প্লেনে আসছেন। বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন। যাদের ভিসা আছে তারাও আসছেন।ইন্দো-বাংলাদেশের একটাও বর্ডার বন্ধ করা হয়নি। যদি বর্ডার বন্ধ করতো, তাহলে আমাদের কাছে তার নির্দেশের নথি থাকতো।

 

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাই এই পুরো বিষয়টি হচ্ছে ভারত সরকারের, আমরা শুধু চাই তারা সংখ্যালঘুদের রক্ষা করুক। সব জায়গায়তেই সংখ্যাগুরুরা, সংখ্যালঘুদের রক্ষা করে। সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন