বিয়ের ছবি ঘিরে বিতর্ক, যা বললেন বুবলী

এক ওয়েডিং ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। বধুর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলীর বিয়ের ছবি ভেবে মন্তব্য করে বসেছেন।

কেউ কেউ প্রশ্ন তুলছেন বর সাজের পুরুষ মডেলটি সম্পর্কে। দুজনের বয়সের পার্থক্য স্পষ্ট। এবার সেই বিষয়ে মুখ খুললেন বুবলী।

 



 

মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলী।

সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। কিন্তু মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।

 

 

5

বিয়ের ফটোশুটে বুবলী-ওয়াসিফ খান

এ প্রসঙ্গে গণমাধ্যমকে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে।

সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

 

বর্তমানে নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী। এ বছর পর্দায় সেভাবে দেখা না গেলেও আগামী বছর বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছেন তিনি। শিগগিরই নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়াও হাতে রয়েছে ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন