একই উইকেটে প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করেও হারতে হয়েছিল ১৪ বল বাকি থাকতে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের সেই ব্যাটিংস্বর্গ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জন্য হয়ে উঠল নরক। ৪৫.৫ ওভারে ২২৭ রান করে গুটিয়ে যাওয়ার পর যা ভবিতব্য ছিল, হয়েছেও সেটিই। ৭৯ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটের অনায়াস জয়।
এই জয়ে ক্যারিবীয়দের দীর্ঘ এক দশকের অপেক্ষাও ফুরিয়েছে। সেই ২০১৪ সালে শেষবার তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল। এরপর নিজেদের মাটিতে অথবা বাংলাদেশ সফরে এসে কখনোই না জেতা দলটি এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলল। আগের দুটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে (২০১৮ ও ২০২২ সালে) যথাক্রমে ২-১ এবং ৩-০ ব্যবধানে জেতা বাংলাদেশের জন্য আজ সিরিজের শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছে শুধু হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
যদিও প্রথম ওয়ানডের ভুল দ্বিতীয় ম্যাচে শুধরানোর লক্ষ্যের কথাই বলেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাটাররা মেতেছিলেন আরো বেশি ভুলে। এবার আর তাই ব্যাটিংয়ের পক্ষে আর ঢাল হয়ে দাঁড়াতে পারলেন না মিরাজও। প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৯৪ রান নিয়ে সন্তুষ্ট অধিনায়ক বরং হারের জন্য বোলিংকে দুষেছিলেন।
মাঝের ওভারগুলোতে উইকেট নিতে না পারার দায় নিতে হয়েছিল বোলারদের। এমন বাজে হারের পর মিরাজের স্বীকার না করে উপায় থাকল না যে সেন্ট কিটসের ব্যাটিং উইকেটে জেতার জন্য ৩০০-র বেশি রান করার কোনো বিকল্প নেই, ‘এই ধরনের উইকেটে ২২৮ রান যথেষ্ট নয়। তিন শর বেশি রান হলে ভালো হতো।’
বারবার একসঙ্গে একাধিক উইকেট পড়ার চাপ সামলাতে না পেরেই এই অবস্থা হয়েছে বলে মনে করেন মিরাজ, ‘মাঝের ওভারগুলোতে আমরা অবশ্যই ভালো ব্যাটিং করতে পারিনি। তেমন কোনো জুটিও পাইনি, পরপর উইকেটও পড়েছে বারবার।
ভুল আমাদেরই ছিল। তবে মাহমুদ উল্লাহ ও (তানজিম) সাকিব সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
১১৫ রানে সপ্তম উইকেট পড়ার পর মাহমুদ-সাকিবের ৯২ রানের জুটি না হলে তো আরো বড় লজ্জার হারই লেখা হতো কপালে। ব্যাটাররা যে পুঁজি দিয়েছিলেন, তাতে বোলারদেরও আর কিছু করার দেখেননি অধিনায়ক, ‘প্রথম ১০ ওভারে আমরা বোলিংটা ভালোই করেছি বলে মনে হয়। বিশেষ করে (নাহিদ) রানা ভালো করেছে। কিছু জায়গায় আমাদের উন্নতিও করতে হবে। তবে ২২৭ রান নিয়ে এই ধরনের উইকেটে বোলারদের কাজ কঠিন।’ আজ শেষ ম্যাচেও সফরকারীদের কাজ যথাসম্ভব কঠিন করে তুলতে চাইবে ক্যারিবীয়রা, ফিরিয়ে দিতে চাইবে আগের সফরে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন