সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত আবু জাফর ইউএই ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের প্রধনামন্ত্রী মাননীয় শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম এর সাথে সাক্ষাৎ করেন

আমিরাত প্রতিনিধি
মোহাম্মাদ সেলিম

ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর গতকাল ২৩ নভেম্বর ২০২০ ইংরেজি তারিখে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইউএই'র  মহামান্য প্রেসিডেন্ট শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ান এর পক্ষ থেকে মহামান্য ভাইস প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী  এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এর কাছে তার পরিচয় পত্র হস্তান্তর করেছেন। এ সময় ইউএই'র উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রীসহ ইউএই কেবিনেটের ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন।এতে রাষ্ট্রদূত আবু জাফরকে স্বাগত জানিয়ে  ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে  দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমিরাতের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা  ও উষ্ণ অভিনন্দন জানান এবং দুদেশের বিরাজমান  সম্পর্কোন্নয়নে ও দ্বিপাক্ষিক বন্ধন অটুট  রাখতে কাজ করার প্রতিশ্রূতি ব্যক্ত করেন।
এ সময় দু'দেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান ও শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ান দুদেশের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন রাষ্ট্রদূত  সে কথাও স্মরণ করেন।  রাষ্ট্রদূত ইউএই  নেতৃত্বের সুস্বাস্থ্য ও কল্যান  এবং দেশের জনগণের সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আমিরাতের তিন বাহিনীর একটি চৌকস বাদকদলের পরিবেশনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন