সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী

জিবি নিউজ প্রতিনিধি,,

সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার ঘরটি হস্তান্তর করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন (সিলেট এরিয়া)।

 

 

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৬৫ ই-বেঙ্গলের অধিনায়ক মেজর মাহমুদুল হাসান (পিএসসি)।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

 

 

এর আগে চলতি বছরের ৪ জুন ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অনারারি ক্যাপ্টেন তাহের আলী বীর বিক্রমের পরিবারের অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৫ ই-বেঙ্গল (রিয়ার)-এর ব্যবস্থাপনায় তার স্ত্রী পিয়ারা বেগমকে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কাজ শেষে বিজয়ের এ মাসে বৃহস্পতিবার ঘরটি তাহের আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন