সিলেট-ঢাকা মহাসড়ক থেকে পৌনে ৩ কোটি টাকার পণ্য জব্দ করলো বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি ,,

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে প্রায় পৌণে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড়সহ বিভিন্ন জাতের থান কাপড় জব্দ করা হয়েছে।

 

 

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, ১২ ডিসেম্বর সকালে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

 

পরে টহল দলটি কাভার্ডভ্যানটির পিছনে ধাওয়া করলে পুটিজুরি এলাকা গিয়ে কাভার্ড ভ্যানটির চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এসময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। পরে যা জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লাখ আশি হাজার টাকা।

 

 

লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান আরো জানান, জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন