ওসমানীনগরে এস ও এস চিলড্রেন্স ভিলেজ’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প

gbn

ওসমানীনগর প্রতিনিধি ,,

সিলেটের ওসমানীনগরে বিনামূল্যে ৫ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
 

শুক্রবার দিন ব্যাপি উপজেলার উছমানপুর ইউনিয়নের থানাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট এস ও এস চিলড্রেন্স ভিলেজ পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় ও ওসমানী মেডিকেল কলেজ এর সন্ধানী ইউনিট এই চিকিৎসা সেবার আয়োজন করে।
 

 

 

দিন ব্যাপী কর্মসূচীতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর সন্ধানী (মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান) ইউনিট ২১ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বিভিন্ন  বয়সের পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের ব্লাড গ্রুপিং, ফ্রি স্বাস্থ্য সেবা গ্রহণ, এনিমিয়া পরীক্ষার  এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় ভিশন টেস্ট, বি.এম.আই সম্বিলিত হেলথ কার্ডও বিতরণ করা হয়।
 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক তানবীর আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন, এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক মো: মাজহারুল ইসলাম খাঁন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর সন্ধানী ইউনিট এর সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন রাকিব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী প্রমুখ।
 

এসময় বক্তারা বলেন, যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এস ও এস চিলড্রেন্স ভিলেজ ও সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর সন্ধানী ইউনিট। তাদের মাধ্যমে ওসমানীনগরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ঔষধং প্রদান হচ্ছে। গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব সুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
 

 

চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপশি মানুষের কল্যাণে কাজ করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন