জিবি নিউজ প্রতিনিধি,,
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে একটি কম্পিউটার প্রদান করেছেন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি, ও দশঘর প্রগতি ট্রাস্টের এবং আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন।
বৃহস্পতিবার কম্পিউটার সেট প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন আনছার উদ্দিন। প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করায় আনছার উদ্দিন’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও সাধারণ সম্পাদক নবীন সোহেল।
কম্পিউটার গ্রহণকালে উপস্থিতি ছিলেন- বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক দপ্তর সম্পাদক ছালেহ আহমদ সাকি, সদস্য মিছবাহ উদ্দিন।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী আনছার উদ্দিন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা। সাংবাদিক বান্ধব প্রবাসী একজন কমিউনিটি নেতা তিনি। দূর প্রবাসে থেকেও র্দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য আয়মনা আলী ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন আনছার আলী। সাধারণ মানুষের বিপদে পাশে দাড়াচ্ছেন। প্রতিটি দূর্যোগে ত্রাণ বিতরণ ও রমজানে ইফতার, প্রতি ঈদে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন। প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তাসহ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন