থাইল্যান্ডে একটি উৎসবে বিস্ফোরক নিক্ষেপের পর বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তর তাক প্রদেশের উমফাং জেলায় প্রতিবছর অনুষ্ঠিত ‘রেড ক্রস দোই লয়ফা’ মেলায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই উৎসবে বিস্ফোরক নিক্ষেপ করা হয় স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের কিছু আগে।
থাই পুলিশের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
একটি বিবৃতিতে উমফাং উদ্ধারকারী দল বলেছে, বিস্ফোরকটি দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং একটি মঞ্চের পাদদেশে পড়েছিল, যেখানে সবাই নাচছিল। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দ্বারা সৃষ্ট হয়েছে।
উদ্ধারকারী দলের প্রকাশ করা কিছু ছবিতে দেখা যায়, মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এক্সে একটি পোস্টে বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সব ধরনের উৎসব অনুষ্ঠানের তদারকি করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
ব্যাংকক পোস্টের মতে, এই বছর সপ্তাহব্যাপী এই উৎসবে ৮ হাজার থেকে ৯ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। উমফাং হলো থাইল্যান্ডের উত্তরের তাক প্রদেশের সবচেয়ে দক্ষিণের জেলা, যার পশ্চিমে মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন