মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে মানুষের ঢল

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
আজ ১৪ই ডিসেম্বর শনিবার মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এক বিরাট কর্মীসভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জনাব ভিপি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি  জনাব এম নাসের রহমান। এম নাসের রহমান তার বক্তব্যে বলেন শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ শাষন করার নামে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। ভারতকে খুশি রাখাই তার প্রধান কাজ ছিল।

গত ১৫ বছর দেশের মানুষকে জিম্মি করে বিএনপি সহ সব বিরোধী দলকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। জনাব নাসের রহমান আরো বলেন জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আগামী নির্বাচনের আগে সবাইকে ঐক‍্যবদ্ধ হতে হবে। বিপুল সংখ‍্যক উপস্থিতিতে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ভিপি মিজানুর রহমান, বিএনপি নেতা জনাব ফখরুল ইসলাম, মোয়াজ্জেম হুসেন মাতুক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের বক্তব্যের মাধ্যমে কর্মীসভার সমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন