এখনো দল জিতিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম

ন্যাশনাল টি টোয়েন্টি লিগে জয়রথ থামছেনা রংপুরের। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ও বিকেলে হওয়া ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ের মুখ দেখলো আকবর আলীর রংপুর।

বাঁ-হাতি স্পিনার আরিফ (২/১৭) আর অফব্রেক বোলার এনামুল এনামের (২/১০) মাপা ও সুনিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১২০ রানে আটকে থাকে সিলেট। মিডল অর্ডার তোফায়েল (৩৮ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫১) ছাড়া আর কেউ রান করতে পারেননি সিলেটের।

 

অন্যদিকে রংপুরের অভিজ্ঞ নাঈম ইসলাম (৩৫ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০) একদিকে রানের চাকা সচল রাখার পাশাপাশি দলকে জয়ের পথে এগিয়ে দেন অনেকটা পথ।

আব্দুল্লাহ আল মামুন মাত্র ১২ বলে ৪ ছক্কায় ঝড়ে বেগে ২৯ রানের আরেক ইনিংস খেলে দিলে জয়ের খুব কাছে পৌঁছে যায় রংপুর। নাইম ও আল মামুনের সাজিয়ে দেয়া পথে হেঁটে রংপুরকে জয়ের লক্ষ্যে পৌছে দেন অধিনায়ক আকবর আলী (৯ বলে ১১ নট আউট )।

 

সিলেট: ১২০/৬ , ২০ ওভার (তৌফিক খান তুষার ১২, জিসান আলম ৩১, তোফায়েল ৫১, আরিফ আহমেদ ২/১৭, এনাম ২/১০)

 

রংপুর: ১২৪/৫ , ১৫.৪ ওভার ( চৌধুরী রেজওয়ান ১০, তানবির হায়দার ১৬, নাইম ইসলাম ৫০, আব্দুল্লাহ আল মামুন ২৯, আকবর আলী ১১ নট আউট, এবাদত হোসেন ২/১০, তোফায়েল ও আসাদুল্লাহ গালিব একটি করে উইকেট)।

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন