বুমরাহর ৫, জোড়া সেঞ্চুরিতে চারশ পার অস্ট্রেলিয়ার

ভারতীয় বোলারদের জন্য কঠিন একটি দিন। ব্রিজবেনে দিনের প্রথম সেশনে ভালো করলেও দ্বিতীয় ও শেষ সেশনে ভক্তদের হতাশ করেছেন তারা। শেষ দুই সেশনে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে অসিরা।

উইকেটে আছেন অ্যালেক্স কেরে (৪৫) ও মিচেল স্টার্ক (৭)।

 

ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। প্রথম সেশনে ২ উইকেট নিলেও বাকি ৩ উইকেটে নিতে বড্ড দেরি করে ফেলেছেন তিনি। বুমরাহর চলতি সিরিজে দ্বিতীয় ও টেস্ট ক্যারিয়ারের ১২তম ফাইফারের আগেই চতুর্থ উইকেটে হেড ও স্মিথের ২৪১ রানের জুটিতে ম্যাচের দৃশ্যপট সম্পূর্ণ বদলে দিয়েছে অস্ট্রেলিয়া।

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে গাবা স্টেডিয়ামে বৃষ্টির কারণে গতকাল শনিবার প্রথম দিনে খেলা হয়েছিল মোটে ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করেছিল টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। আজ রোববার দ্বিতীয় দিনে ৪৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় অসিরা।

 

দলীয় ৭৫ রানে ৩ টপঅর্ডার উসমান খাজা, নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেনের হারায় অস্ট্রেলিয়া।

ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে খাজাকে (৫৪ বলে ২১) উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতের বানান বুমরাহ। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে পরের ওভারেই আরেক ম্যাকসুইনিকেও (৪৯ বলে ৯) তুলে নেন তিনি। লাবুশেন থিতু হয়ে থাকলেও স্কোর বড় করতে পারেননি। ৫৫ বলে মাত্র ১২ রান করে নিতীশ কুমার রেড্ডির বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ হন তিনি।

দল যখন চরম বিপদে পড়ে ধুঁকছিল, তখনি প্রতিরোধ গড়ে তোলেন হেড ও স্মিথ। চতুর্থ উইকেটে ২৪১ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। দুজনই হাঁকান সেঞ্চুরি। স্মিথ টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চরি হাঁকিয়ে আউট হলে জুটি ভাঙে।

 

১৯০ বলে ১০১ রান করে বুমরাহর বলে প্রথম স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ হন স্মিথ। দীর্ঘ ১৮ মাস পর টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পথে ১২টি চার হাঁকান ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন স্মিথ। সেঞ্চুরি হাঁকানোয় তার সামনে আছেন কেবল রিকি পন্টিং (৪১টি)।

দলীয় ৩১৬ রানে স্মিথের ফেরার পর ১১ রান যোগ করতেই আর দুই উইকেট হারা অস্ট্রেলিয়া। বুমরাহর করা ৮৭তম ওভারে আউট হন মিচেল মার্শ ও হেড। কোহলির হাতে ক্যাচ হওয়ার আগে নতুন ব্যাটার মার্শ করেন ১৬ বলে মাত্র ৫ রান। উইকেটের পেছনে পান্তের হাতে ক্যাচ হওয়ার আগে ১৬০ বলে ১৫২ রানের ইনিংস খেলেন হেড।

হেডকে আউট করে ফাইফার পূর্ণ করেন বুমরাহ। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির ইনিংসটি ১৮টি চার দিয়ে সাজান হেড।

 

প্যাট কামিন্স পিচে সেট হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ বলে ২০ রান করে উইকেটের পেছনে মোহাম্মদ সিরাজের বলে পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।

 

ভারতের হয়ে ৭২ রানে ৫ উইকেট নেন বুমরাহ। ১টি করে উইকেট পান সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন