সৈয়দ নাজমুল হাসান, ঢাকা
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। এই দিনকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করে সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন ও নূর কিন্ডারগার্টেন স্কুল।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার লালবাগ ভাট মসজিদ এলাকায় ঐতিহ্যবাহী পুরান ঢাকার সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন "সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন ও নূর কিন্ডারগার্টেন স্কুলের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও বর্ণাঢ্য বিজয় র্যালী ২০২৪ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ এর ২৩ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মজু মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালী ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ও সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন এর সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর লালবাগ থানার আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন মোতাহার হোসেন বাবুল, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, নূর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ এবং এলাকার মুরুব্বি ও যুবকরা।
বিজয় র্যালীটি মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে লালবাগ ভাট মসজিদ সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের প্রধান কার্যালয় হতে যাত্রা শুরু করে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার রোড হয়ে ছাপরা মসজিদসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং বিজয় উল্লাস প্রদশন করে সংক্ষিপ্ত বক্তব্বের মধ্য দিয়ে শেষ হয়।
বিজয় র্যালীটির সমাপ্তিকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি বলেন, আজ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগনা করছি। ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আজকের এই দিনে পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় দিবসে আহ্বান করব আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামী দিনে কোন ধরনের ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে প্রস্তুত থাকতে হবে।"
সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, " এই সংগঠনের মাধ্যমে মাদক মুক্ত এলাকার রাখার জন্য আমাদের যা যা করণীয় দরকার এই সংগঠনের মাধ্যমে আমরা অবশ্যই করবো। এই সংগঠনটির জন্য হাবিব ও মজু ভাইরা যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে পারি সে প্রত্যাশা রেখে আজকের বিজয় র্যালীটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের নামে উৎসর্গ করছি।"
সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, "আগামী ভবিষ্যৎ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের এলাকার মা বোনেরা যাতে বেকার না থাকেন তাদের স্বাবলম্বী হওয়ার জন্য হস্তশিল্প, কম্পিউটার ট্রেনিংসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া নূর কিন্ডারগার্টেন স্কুলে আমাদের এলাকার মা বোনদের অগ্রাধিকার দেওয়া হয়। এই সংগঠন সব সময় মাদকের বিরুদ্ধে ছিল। মাদক মুক্ত করার জন্য উঠোন বৈঠক থেকে শুরু করে মতবিনিময় সভাও করে থাকে। যদি কেহ মাদক আসক্ত হয়ে থাকে তাকে পুনর্বাসনে সহায়তা করে থাকে। আপনারা সহযোগিতা করলে আমরা আমাদের ভাট মসজিদ, শেখ সাহেব বাজার,চৌধুরী বাজার এলাকাকে সম্মিলিতভাবে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব। মাদক এমন একটি ব্যাধি যদি একজন মাদক আসক্ত হয়ে যায় তখন সে পরিবারটি পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাই সবাই একতাবদ্ধ হয়ে সামাজিক সুরক্ষার জন্য কাজ করে যাব।"
এদিকে, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের সার্বিক সহয়াতায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নূর কিন্ডারগার্টেন স্কুলের শিশু-কিশোরদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন