সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীরা অনুরোধ করলে দেশটির ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল রবিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ কথা বলেছেন। এদিকে আসাদের পতনের পর বর্তমানে সিরিয়া নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
সিরিয়ার নতুন নেতৃত্বকে ‘একটি সুযোগ’ দেওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গুলার।
তিনি বলেছেন, ‘যদি দরকার লাগে তাহলে প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং অন্যান্য তুর্কি গণমাধ্যম প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য প্রচার করে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার নতুন প্রশাসন কী করবে তা দেখা দরকার। আমরা মনে করি, তাদের একটি সুযোগ দেওয়া প্রয়োজন।
‘তুরস্ক প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থীর বোঝা বহন করছে। আসাদ সরকারের পতনের পর এই শরণার্থীদের অনেকে নিজ দেশে ফেরত যাবে বলে আশা করছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত পাঁচ দিনে সাত হাজার ৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সিরিয়ার এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ করার কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগের কথা জানানো হলো। গত শনিবার জর্দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিনকেন এইচটিএসের সঙ্গে যোগাযোগের কথা জানিয়ে বলেছেন, তারা বিশেষ করে সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কী ঘটেছে তা জানতে যোগাযোগ করেছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন