বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়

ন্যাশনাল ক্রিকেট লিগে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা বিভাগ। এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে বিজয় ও ইমরুল কায়েসের ৪১ রানের ওপেনিং জুটির পর এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন বিজয়। ১০ চার ও ৫ ছক্কায় মাত্র ৬৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে অপরাজিত ১০১ রানের ঝোড়ো ইনিংসে খুলনা ৩ উইকেটে ১৮০ রান করে।

জবাবে ঢাকার শুরুটা ছিল ব্যর্থ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাইবুর রহমান (৬৩*) ও মাহিদুল অঙ্কন (৪৩*) লড়াই করেন। তবে তাদের অপরাজিত ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৪ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ঢাকার ইনিংস।

৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার জায়েদ উল্লাহ। এই জয়ে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে খুলনা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন