২০২৪ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসে বিশ্বসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ব্যালর ডি’অর জয়ী রদ্রিকে পেছনে ফেলে এবারের সেরা নির্বাচিত হন তিনি।
এর আগে টানা দুই বছর ধরে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। যদিও মেসি এই বছর সেরা অবস্থানে ছিলেন না, তবুও টনি ক্রুস, আর্লিং হাল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে ষষ্ঠ হয়েছেন তিনি।
সেরাদের তালিকায় মেসি থাকলেও, ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী এই তারকা যদিও সৌদি প্রো লিগে আল নাসর এবং জাতীয় দল পর্তুগালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২০২৪ সালের শেষ পর্যন্ত তার ক্যারিয়ারে গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬-এ।
রোনালদো ভোট দিলেন না, কেন?
এই পুরস্কারের জন্য প্রত্যেক দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধির ভোট নেওয়া হয়।
কিন্তু অধিনায়কের ভোটার তালিকায় নাম ছিল না রোনালদোর। যদিও পর্তুগালের অধিনায়ক তিনি। তার পরিবর্তে, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্ডো সিলভা পর্তুগালের হয়ে ভোট দিয়েছেন।
সিলভা তার ভোট দিয়েছেন রদ্রি, ভিনিসিয়ুস এবং হাল্যান্ডকে।
সাধারণত রোনালদো মাঠে নামলে তিনি পর্তুগালের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তবে এই ভোটার তালিকায় তার নাম না থাকার কারণ হতে পারে, তার বয়স। রোনালদো তার ক্যারিয়ারের শেষের দিকে অবস্থান করছেন, ফলে পর্তুগাল হয়তো ভবিষ্যতের নেতা তৈরির দিকে নজর দিচ্ছে। সিলভা যেহেতু বর্তমানে পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে এই দায়িত্ব দেওয়া ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতির অংশ হতে পারে।
তবে এবারই প্রথম নয়, রোনালদো এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেননি এর আগেও। আগের দুইবার ডিফেন্ডার পেপে পর্তুগালের পক্ষে ভোট দিয়েছিলেন।
২০২৪ সালের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনের ফলাফল:
১. ভিনিসিয়ুস জুনিয়র : ৪৮ পয়েন্ট
২. রদ্রি : ৪৩ পয়েন্ট
৩. জুড বেলিংহাম : ৩৭ পয়েন্ট
৪. দানি কারভাহাল : ৩১ পয়েন্ট
৫. লামিন ইয়ামাল : ৩০ পয়েন্ট
৬. লিওনেল মেসি : ২৫ পয়েন্ট
৭. টনি ক্রুস : ১৮ পয়েন্ট
৮. আর্লিং হাল্যান্ড : ১৮ পয়েন্ট
৯. কিলিয়ান এমবাপ্পে : ১৪ পয়েন্ট
১০. ফ্লোরিয়ান ভির্টজ : ৮ পয়েন্ট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন