মৌলভীবাজারের কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

কুলাউড়া প্রতিনিধি ,,

মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈষ্ণব, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী ও মহিউদ্দিন রিপন।

 

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এ বছর মিলারদের কাছ থেকে উপজেলা খাদ্যগুদামে ১২০১ মেট্রিক টন ধান এবং ১২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন