ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই মেলা শুরু হবে। এতে স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের অস্ত্র প্রদর্শন করবে ভিয়েতনাম।

ভিয়েতনামের লক্ষ্য হলো অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে বাড়ানো ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা।

 

২৫০টি প্রদর্শনকারীদের মধ্যে বিশ্বের শীর্ষ কোম্পানি মেলায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক। তাছাড়া ইসরায়েল, ইরান, রাশিয়া ও ইউক্রেনের অস্ত্র কোম্পানিও এতে অংশ নেবে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম মূলত অস্ত্র আমদানির ওপর নির্ভরশীল। দেশটি বিশেষ করে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে থাকে।

 

সম্প্রতি ভিয়েতনাম নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ শুরু করেছে। কারণ দক্ষিণ চীন সাগরে প্রায়ই চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে দেশটি।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধে মনোযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে সামরিক সরঞ্জাম রপ্তানি অগ্রাধিকার।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্থানীয় কোম্পানিগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা রাডার, সাঁজোয়াযান ও আর্টিলারি প্রদর্শন করবে।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন