ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় দেখা করতে প্রস্তুত পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি যে কোনো সময় নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বছর শেষের এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমি জানি না যে কখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করবো। তিনি (ডোনাল্ড ট্রাম্প) এ বিষয়ে কিছু বলেননি। তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে আমার কথা হয় না। তবে যে কোনো সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে আমি অবশ্যই প্রস্তুত আছি।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র একদিন পর গত ৭ নভেম্বর ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প। তবে এ নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সে সময় ওই ফোনালাপ সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি জানান, ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেন। পাশপাশি তিনি শিগগির ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আরও আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন।

 

ধারণা করা হচ্ছে, ফোনালাপটি সৌহার্দ্যপূর্ণ ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এসে ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, তার মধ্যে অন্যতম হলো- তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন।

এছাড়া রুশ সরকার ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্প সংঘাত নয়, শান্তি নিয়ে কথা বলছেন, যা রাশিয়ার জন্য ইতিবাচক।

  •  

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সম্ভবত ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্প পুতিনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারেন, যা জেলেনস্কিকে অনেক কিছু স্বীকার করে নিতে বাধ্য করতে পারে। ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিয়ে কোনো চুক্তি হতে পারে, বিশেষত ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা এখন আর নেই।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন