মৌলভীবাজারে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর

জিবি নিউজ প্রতিনিধি,,

মৌলভীবাজারে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া বনের লেভেল ক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে।

 

 

 

নিহত শিক্ষার্থী সাম্য দে (১৬) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের ছেলে।

 

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে সাম্য দের মৃত্যু হয়।

 

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, খবর পেয়ে আমাদের লোক হাসপাতালে গিয়েছে। শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

 

 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন