আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়

মোহাম্মদ সেলিম,, আরব আমিরাত প্রতিনিধি//

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ভবনে এসব অনুষ্ঠান  আয়োজন করা হয়। দূতাবাসের  ভারপ্রাপ্ত রাস্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের শ্রম কাউন্সিলার লুৎফন নাহার নাজিম।

পবিত্র কুরআনের তিলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানমালায় ছিল দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রবাসী কল্যান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ, প্রামাণ্যচিত্র চিত্র প্রদশন, প্রবাসীদের মান উন্নয়নে মুক্ত আলোচনা, কৃতি প্রবাসীদের সম্মাননা,  পুরস্কার বিতরনী ও সবশেষে দিবসটিকে কেন্দ্র করে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সূচনা বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর  হাজরা সাব্বির হোসেন। তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন। প্রবাসীদের কযেকজন মুক্ত আলোচনায় অংশ নিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান প সন্মাননা প্রাপ্ত কৃতী প্রবাসীসহ সকলকে দিবসের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে  দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে আশ্বস্ত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন