সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পযর্ন্ত মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ এর সঞ্চালনায় মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সভাপতিত্বে মৌলভীবাজার জেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ এবং উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে আন্তর্জাতিক ক্বারীগন কোরআন তিলাওয়াত করেন। বিশ্ববিখ্যাত ক্বারীদের মধ্যে উপস্থিত থেকে সুমধুর কন্ঠে কোরআন তিলাওয়াত করেন তানযানিয়ার শায়খ ক্বারী ঈদী শাবান। মিশরের শায়খ ড. ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান এবং শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়খ ক্বারী আহমদ হিজা এবং বাংলাদেশের শায়খ ক্বারী আব্বাস উদ্দিন ও ক্বারী জিয়াউল হক নাসেহ। তাছাড়াও নাশিদ পরিবেশন করে পুরো মাঠ গরম করে রাখেন আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরাম। গভীর রাত পযর্ন্ত কোরআন তিলাওয়াতের মাধ্যমে মৌলভীবাজার এর আকাশ বাতাস মুখরিত করে রাখেন বিশ্ববিখ্যাত ক্বারীগণ। এই শীতের রাতেও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গভীর রাত পযর্ন্ত কোরআন প্রেমিক মানুষের ঢল ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন