কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ডগড়া জয় বায়ার্নের

শক্তির তুলনায় খুব বেশি পিছিয়ে নেই আরবি লাইপজিগ; টেবিলের দিকে তাকালে এমনটিই মনে হবে। কিন্তু ফুটবল মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেন তারা অবুঝ শিশু। গতকাল শুক্রবারের ম্যাচ দেখে তাই মনে হলো। লাইপজিগকে পাত্তাই দিলো না বায়ার্ন। একে একে তাদের জালে ৫ গোল দিলো বেভারিয়ানরা। যদিও বিপরীতে একটি গোলও হজম করেছে টেবিলটপাররা।

বুন্দেসলিগায় আগের ম্যাচে মাইনজের কাছে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন। এবার ৫-১ ব্যবধানের দুর্দান্ত জয় দিয়েই কামব্যাক করলো ভিনসেন্ট কোম্পানির দল।

 

৬ গোলের ম্যাচে বুন্দেসলিগায় নতুন এক রেডর্কও হয়েছে। গতকাল ম্যাচের প্রথম দুই মিনিটে ২টি গোল হয়েছে। জার্মান লিগে এমন ঘটনা এবারই প্রথম। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বায়ার্ন। দ্বিতীয় মিনিটেই পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন সেস্কো।

গেল ৩০ নভেম্বর বরুসিয়া ডর্টুমুন্ডের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন হ্যারি কেইন। লাইপজিগের ম্যাচ দিয়ে দলে ফেরেন বায়ার্নের প্রধান তারকা। যদিও দলের গোলবন্যার দিনে স্কোরকার্ডে নাম লেখাতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।

 

গতকাল বায়ার্নের হয়ে গোল করেন ৫ জন। জামাল মুসিয়ালা ছাড়া অন্য গোলদাতারা হলেন- কনরাড লাইমার (২৫ মিনিটে), জসুয়া কিমিচ (৩৬ মিনিটে). লিরয় সানে (৭৫ মিনিটে) ও আলফানসো ডেভিস (৭৮ মিনিটে)।

 

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন