মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

গেল ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। অর্থাৎ ভারত-বাংলাদেশের রোমাঞ্চকর আরও একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব-১৯ এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। উদ্বোধনী আসরের ফাইনালে উঠে প্রতিশোধ নেওয়ার সুযোগও তৈরি করেছে বাংলাদেশ। কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

 

আজ শুক্রবার কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১১ ওভারে নামিয়ে আনা হয়।

মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

 

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রান করে নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল আর ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের তরুণীরা। এতেই ফাইনাল নিশ্চিত হয় সুমাইয়া আক্তারের দলের।

লক্ষ্য ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাট করে বাংলাদেশ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা ৪৬ রানে জুটি করেন। দলকে জয়ের কাছাকাছি নিয়ে ২১ বলে ১৮ রান করে আউট হন ইভা। বাকি কাজ করেন সুমাইয়া আক্তার ও ফাহমিদা। ফাহমিদা ৩২ বলে ২৬ ও সুমাইয়া ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেন সাবিত্রি ধামি। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি।

 

একইদিনে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ২২ ডিসেম্বর ফাইনাল কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন