সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
আজ ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। সাড়া শহরে হাজারো মানুষের উপস্থিতিতে এক উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছিল। মৌলভীবাজার জেলা আমীর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। জনাব রহমান জুলাই ২০২৪ এর বিজয়ের জন্য প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এ বিজয় কোন দলের নয়, এ বিজয় ১৮ কোটি বাঙালি জনতার। শহীদরা কখনো কোন দলীয় ভাগ বাটোয়ারায় পরে না। শহীদরা জাতির গর্বিত সন্তান। জাতীয় বীর, তাদেরকে দলীয় পরিচয়ে কলুষিত করা অন্যায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, জনাব মাওলানা হাবিবুর রহমান সহ জাতীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন